হানিফ সংকেতের স্মৃতিচারনায় অভিনেতা আব্দুল কাদের

সময়: 6:20 pm - December 26, 2020 | | পঠিত হয়েছে: 7 বার

বরেণ্য অভিনেতা আব্দুল কাদের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নিয়মিত অভিনয় করেছেন। জীবনের শেষ শুটিংও করেছেন এই অনুষ্ঠানে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হানিফ সংকেত।

হানিফ সংকেত স্মৃতিচারণ করে বলেন, ‘কাদের ভাই আমাদের ‘ইত্যাদি’ পরিবারের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। টানা ২৫ বছর ধারাবাহিকভাবে তিনি আমাদের সঙ্গে ছিলেন। এমনকি তার জীবনের শেষ শুটিংও করেছেন আমার সঙ্গে। তার হঠাৎ চলে যাওয়া আমাদের জন্য খুবই বেদনার। ব্যক্তিগতভাবে আমি একজন সৎ অভিনেতা আর পরম বন্ধুকে হারালাম।’

তিনি আরো বলেন, ‘সর্বশেষ ভেলোরে যাওয়ার পর তার ছেলের মাধ্যমে ভিডিও কলে তার সঙ্গে কথা হয়। এমন দৃশ্য এত দ্রুত দেখবো ভাবিনি, খুব কষ্ট হয়েছে। কাদের ভাই, সেদিন খুব কেঁদেছেন বিছানায় শুয়ে। জড়ানো কণ্ঠে বলেছেন, ‘হানিফ ভাই আমার জন্য দোয়া কইরেন। আমরা আবার একসঙ্গে কাজ করবো।’

আজ শনিবার মাগরিবের নামাজের পর রাজধানীর বনানীতে সমাহিত করা হবে আব্দুল কাদেরকে। গত ২৪ ডিসেম্বর রাত ১২টার দিকে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে করোনা ইউনিট থেকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এর আগে ক্যানসারে আক্রান্ত আব্দুল কাদেরকে ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

বৈশাখী নিউজদিপু

Share Now

এই বিভাগের আরও খবর