সন্ত্রাস দমন ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে সৌদি ও তিন দেশের সঙ্গে চুক্তিতে আগ্রহী কাতার

আপডেট: January 8, 2021 |

 

সৌদিসহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কাতারের পুনঃসম্পর্ক প্রতিষ্ঠা হলেও ইরান ও তুরস্কের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে দেশটির সর্বোচ্চ কূটনীতিক।দ্য ফাইনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাতকালে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ আবদুর রহমান আল থানি বলেন, সন্ত্রাস দমন ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে সৌদি ও তিন দেশের সঙ্গে চুক্তিতে আগ্রহী কাতার। তবে তা একান্ত রাষ্ট্রীয় বিষয়।’

 

আল থানি আরো বলেন, ‌‌‘উপসাগরীয় বিরোধ মীমাংসায় বেশ কিছু ছাড় দেওয়া হলেও কাতার স্বাধীন পররাষ্ট্রনীতির অনুসরণ করবে।’

এফটি-কে আল থানি আরো বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক প্রধানত একটি সার্বভৌম রাষ্ট্রের সিদ্ধান্ত ও জাতীয় স্বার্থের ভিত্তিতে তৈরি হয়। তাই অন্য দেশের সঙ্গে সম্পর্ক তৈরিতে  তা কোনো প্রভাব ফেলবে না।’

সৌদির মতো বাকি দেশগুলোও কাতারের সঙ্গে সম্পর্ক পুনঃগঠন করার আশাবাদ ব্যক্ত করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী আল থানি।

২০১৭ সালে সৌদি, আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে। সন্ত্রাসে সহযোগিতার অভিযোগে কূটনীতিক, বাণিজ্যিক ও পর্যটন ভিত্তিক যোগাযোগ বন্ধ করে দেয়।

অবশেষে গত মঙ্গলবার (৫ জানুয়ারি) সৌদির আল উলায় গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি)-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অবরোধ তুলে নিয়ে কাতারের সঙ্গে সংহতি ও স্থিতিশীতার চুক্তি স্বাক্ষর করে। গতকাল বৃহস্পতিবার থেকে সৌদির আকাশসীমা দিয়ে কাতারের বিমান চলাচল শুরু হয়।

সূত্র : ফাইন্যান্সিয়াল টাইমস

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর