রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে : নিহত ৩

আপডেট: January 12, 2021 |

রাঙামাটির কুতুবদিয়ায় বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে পড়ে ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেল্লাল হোসেন জানান, পাথরবোঝাই একটি ট্রাক ডুবে যাওয়া খবর শুনে আমরা ঘটনাস্থলে এসে দুজনের লাশ উদ্ধার করি। আমাদের আসার আগেই স্থানীয় লোকজন একজনের লাশ উদ্ধার করে। মোট তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোতোয়ালি থানার ওসি কবির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে পাথরবোঝাই ট্রাকটি রাঙামাটির নামিয়ারচরের দিকে যাচ্ছিল। পথে কুতুবদিয়ায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ আরেফিন জানান, ট্রাকটিতে ওভার লোড পাথর বোঝাইয়ের কারণে ব্রিজটি ভেঙে গেছে। আমরা পরীক্ষা-নীরিক্ষা করছি। ব্রিজটি পুরো পাটাতন খুলে আবার নতুন করে বসাতে হবে। আমরা দ্রুততম সময়ের মধ্যে যান চলাচলা শুরুর চেষ্টা করছি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর