ক্যাপিটল হিল তাণ্ডব: মাস্ক না পরায় রিপাবলিকানদের দুষলেন বাইডেন

আপডেট: January 17, 2021 |

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনার পর উত্তাল দেশটির রাজনৈতিক মহল। এদিকে, ঐ ঘটনার পর ইতোমধ্যে তিন ডেমোক্রেট আইনপ্রণেতাসহ চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। ট্রাম্পের সমর্থকরদের তাণ্ডব থেকে বাঁচতে ঐদিন গোপন সুড়ঙ্গ দিয়ে পালিয়েছিলেন মার্কিন আইনপ্রণেতারা। ঐসময় মাস্ক ছাড়া ছিলেন রিপাবলিকানরা।

এই ইস্যুতেই রিপাবলিকানদের সমালোচনা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

রিপাবলিকান আইনপ্রণেতাদের উদ্দেশে বাইডেন বলেন, বড় হওয়ার সময় এসেছে। আমি খুব অবাক হয়েছি যখন ক্যাপিটল হিলে হামলার সময় তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তারা মাস্ক পরার বিষয়টি প্রত্যাখান করেছিল।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর