ইরাকের বাগদাদে দু’টি আত্মঘাতী হামলা , নিহত কমপক্ষে ২৮, আহত ৭৩

আপডেট: January 21, 2021 |

ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে দু’টি আত্মঘাতী হামলায় অন্তত ২৮ জন নিহত ও ৭৩ জন আহত হয়েছে।বৃহস্পতিবার এ দু’টি হামলা হয়েছে আল-তাইয়ারান স্কোয়ারের অদূরে ‘বাবুল শারজি’ এলাকায়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আল মুহান্না বলেছেন, প্রথমে একজন আত্মঘাতী ওই এলাকায় পৌঁছে নিজেকে খুব অসুস্থ হিসেবে তুলে ধরে। এরপর তার সাহায্যে অন্যেরা এগিয়ে গেলে নিজের শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর আহতদের সাহায্য করতে যখন আরও মানুষ জড়ো হন তখন দ্বিতীয় হামলাকারী তার শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে বহু সংখ্যক মানুষ হতাহত হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল বাণিজ্যিক এলাকা হওয়ায় এমনিতেই সব সময় সেখানে মানুষের ভিড় থাকে।

 

ঘটনার পরপরই ইরাকের নিরাপত্তা কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসেছেন। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

ইরাকে গত কয়েক মাস ধরে অনেকটাই শান্ত পরিবেশ বিরাজ করছিল।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর