রাশিয়ার সাথে পরমাণু চুক্তির মেয়াদ বাড়াতে চান বাইডেন

সময়: 12:35 pm - January 23, 2021 | | পঠিত হয়েছে: 2 বার

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গত ২০ জানুয়ারি শপথ নিয়েছেন জো বাইডেন। শপথ নিয়েই পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার প্রথম দিনই পুরোটা সময় অফিসে ছিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছেন বাইডেন। তারমধ্যে একটি- রাশিয়ার সাথে পরমাণু চুক্তির মেয়াদ আরো পাঁচ বছর বাড়াতে চান তিনি।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে থাকা এসটিএআরটি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এ বছরেই। দুই দেশের সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ কতগুলো পারমাণবিক ক্ষেপণাস্ত্র থাকবে, তা নিয়ে এ চুক্তি করা হয়েছিল। তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে এই চুক্তির মেয়াদ বাড়াতে চান প্রেসিডেন্ট বাইডেন।

এ নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, আমরা আরো পাঁচ বছরের জন্য এসটিএআরটি চুক্তির মেয়াদ বৃদ্ধির পক্ষে। এটা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বলেই মনে করেন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থের কথা মাথায় রেখেই আমরা রাশিয়ার সঙ্গে কাজ করছি। তবে নিজের আগ্রাসী ও প্ররোচনামূলক কার্যকলাপর জন্য মস্কোকে জবাব দিতে হবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর