ভারতের কৃষি আইনকে সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

আপডেট: February 4, 2021 |

মার্কিন যুক্তরাষ্ট্র এবার আলোচিত মোদী সরকারের তিন কৃষি আইনে সমর্থন জানালো। বলা হয়েছে, ভারতের বাজারগুলোর কার্যকারিতা উন্নত করতে এবং বেসরকারি খাতের বৃহত্তর বিনিয়োগকে আকৃষ্ট করতে পারে এমন পদক্ষেপগুলোকে স্বাগত জানাচ্ছে যুক্তরাষ্ট্র।

বর্তমানে ভারতের কৃষি আইনের প্রতিবাদে কৃষক আন্দোলন নিয়ে দ্বিধাবিভক্ত বিশ্ব। আন্তর্জাতিক স্তরে এই আন্দোলন নিয়ে সুর চড়িয়েছেন অনেকেই। এর মধ্যে ভারত সরকারের পাশে দাঁড়াল যুক্তরাষ্ট্র। এর আগে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের এই আইনের বিরোধিতা করেছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, শান্তিপূর্ণ আন্দোলন উন্নত গণতন্ত্রের পরিচয়। তবে ভারত সরকার কৃষি আইন নিয়ে যে পদক্ষেপ নিয়েছে, তাতে মূলত ভারতই উপকৃত হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগের রাস্তাও তৈরি হবে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর