বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক হয়েছেন এনগোজি ওকনজো-আইওয়ালা

আপডেট: February 16, 2021 |
print news

বিশ্ব বাণিজ্য সংস্থার(ডব্লিউটিও) প্রথম নারী মহাপরিচালক হচ্ছেন নাইজেরিয়ার সাবেক অর্থমন্ত্রী এনগোজি ওকনজো-আইওয়ালা।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তাকে প্রত্যাখ্যানের তিন মাস পর প্রথম আফ্রিকান হিসেবে তিনি নিয়োগ পেয়েছেন।

এনগোজি বলেন, বৈশ্বিক মহামারী করোনা থেকে উত্তরণে একটি শক্তিশালী ডব্লিউটিও গুরুত্বপূর্ণ।

সোমবার বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলোর একটি ভার্চ্যুয়াল বৈঠকের আয়োজন করে। সেখানে নতুন মহাপরিচালক হিসেবে বিশ্বব্যাংকের এই সাবেক কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে ৬৬ বছর বয়সী এই অর্থনীতিবিদ বলেন, মহামারির বিপর্যয় থেকে দ্রুত ও পরিপূর্ণ উত্তরণে একটি শক্তিশালী ডব্লিউটিও গুরুত্বপূর্ণ।

‘বিশ্ব অর্থনীতিকে ফের সচল করতে যে ধরনের নীতি দরকার—তা প্রণয়ন ও বাস্তবায়নে সদস্য দেশগুলোর সঙ্গে আমি কাজ করে যাব।’

তিনি আরও বলেন, আমাদের সংস্থাটি অনেক বড় বড় প্রতিকূলতার মোকাবিলা করেছে। কিন্তু সবাই একসঙ্গে কাজ করলে ডব্লিউটিওকে আরও জোরদার করতে পারব।

আগামী পহেলা মার্চ দায়িত্ব গ্রহণ শুরু করবেন এনগোজি। ২০২৫ সালের ৩১ আগস্ট তার মেয়াদ শেষ হবে। যদিও এই মেয়াদ নবায়নযোগ্য।

একজন পশ্চিমা কূটনীতিক বলেন, তিনি আফ্রিকান বা নারী—কেবল এ জন্যই তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে—তা কিন্তু না। বরং যোগ্যতা ও অভিজ্ঞতার দিক থেকে তিনি অসাধারণ একজন প্রার্থী।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর