যুক্তরাষ্ট্রের তুষার ঝড়ে বিপর্যস্ত জনজীবন, মৃত্যু ১১

আপডেট: February 17, 2021 |
print news

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এ পর্যন্ত ১১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। টেনেসি, টেক্সাস, কেন্টাকি এবং লুইসিয়ায় মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার জাতীয় আবহাওয়া অধিদপ্তর বলছে, যুক্তরাষ্ট্রের শতকরা ৭৩ ভাগ এখন তুষারপাতের কবলে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ১৫ কোটিরও বেশি মানুষ আবহাওয়া সতর্কতার মধ্যে রয়েছে। এরইমধ্যে টেক্সাসে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন টেক্সাসের গভর্নর।
তিনি জানান, ‘রাজ্যটির বেশিরভাগ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তুষারঝড়ে টেক্সাস ও হাউসটনে অন্তত ১২০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ভোরে উত্তর ক্যারোলাইনাতে এই তুষার ঝড়ের জেরে তিন জন মারা গেছেন এবং ১০ জন আহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন এখনো উদ্ধার কাজ চলছে। সূত্র: বিবিসি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর