ইবোলা নিয়ে ৬ আফ্রিকান দেশকে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট: February 17, 2021 |
print news

ইবোলার সংক্রমণ আতঙ্কে ৬ আফ্রিকান দেশকে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মঙ্গলবার এক বিবৃতিতে ডব্লিউএইচও’র মুখপাত্র মার্গারিট হ্যারিস বলেন, কেবল কোভিড-১৯ নয়, ইবোলাও ঝুঁকির কারণ হয়ে উঠছে ওই অঞ্চলে।

সংস্থাটি জানায়, কঙ্গোর উত্তরাঞ্চলে এ পর্যন্ত ৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। চার জেলায় সংক্রমিতদের সংস্পর্শে আসা প্রায় ৩শ’ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পূর্বাঞ্চলে এরই মধ্যে শুরু হয়েছে টিকা কর্মসূচি। শুরুতে দেওয়া হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।

গেলো রবিবার সাতজন সংক্রমিত আর তিনজনের মৃত্যুর পর ইবোলা মহামারী ঘোষণা করেছে গিনি। এছাড়া ডব্লিউএইচও’র সতর্কতার তালিকায় আছে সিয়েরালিওন ও লাইবেরিয়াও। সম্প্রতি আফ্রিকায় ছড়ানো ইবোলা ভাইরাসের জেনেটিক সিকোয়েন্সিং শুরু করেছে ডব্লিউএইচও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারিট হ্যারিস জানান, আশপাশের দেশগুলোতেও ছড়াতে পারে বলে আশঙ্কা করছি। সিয়েরালিওন, লাইবেরিয়াসহ ছয় দেশকে এরই মধ্যে সতর্ক করেছি। দেশগুলো দ্রুত সম্ভাব্য সংক্রমিত বা সংস্পর্শে আসাদের চিহ্নিত করতে কাজ করছে। কেবল মানুষের মধ্যেই নাকি প্রাণীদের মধ্যেও ছড়াচ্ছে তা অনুসন্ধানের চেষ্টা চলছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর