টেক্সাসের বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক

আপডেট: February 19, 2021 |

সাত দিন পর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বিদ্যুতের অবস্থা কিছুটা স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছে রাজ্যের গর্ভনর গ্রেগ অ্যাবট। তবে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে তিন লাখ ২৫ হাজার বাড়িঘর।

তীব্র তুষারপাতের কারণে দেশটির বিদ্যুৎগ্রিডে চরম বিপর্যয় দেখা দেয়। এছাড়াও এক কোটি ৩০ লাখ মানুষ পানি সংকটে রয়েছে।

এদিকে টেক্সাসের ৭০ লাখ বাসিন্দাকে সরবরাহ করা পানি পানের আগে গরম করে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। শীতকালীন ঝড়ে পানি শোধনাগারগুলোতে বিদ্যুৎ বিপর্যয়ের কারনে এই পরামর্শ দেয়া হয়েছে।

বেশ কিছু এলাকায় গির্জা বা বড় দোকান খুলে দেয়া হয়েছে সাধারণ মানুষকে আশ্রয় দেয়ার জন্য। ব্যবস্থা করা হয়েছে, কম্বল, হিটারের। এসবের মধ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তুষারঝড়ের কারনে অন্তত ২৪ জন মারা গেছে। চলতি শীত মৌসুমে টেক্সাসে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে শীতল তাপমাত্রা মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টেক্সাসে জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন দিয়েছেন।

শুধু টেক্সাসই নয়। তুষার-ঝড়ের প্রভাব পড়েছে নিউ ইয়র্কসহ আরও কিছু এলাকায়। প্রতিকূল আবহাওয়ায় মিশিগান সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর