আইপিএল খেলার জন্য শ্রীলঙ্কা টেস্ট খেলবেন না সাকিব

আপডেট: February 19, 2021 |
print news

আইপিএল খেলার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজে খেলবেন না সাকিব আল হাসান। আজ শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খানের বরাতে এই খবর জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

ক্রিকবাজকে আকরান খান গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, সাকিব আইপিএলে খেলার জন্য শ্রীলঙ্কা সিরিজে না খেলার জন্য চিঠি দিয়েছে। আমরা তাকে ছুটি দিয়েছি। কারণ কেউ যদি খেলতে না চায় তাহলে তাকে জোর করে খেলানোর কোনো মানে নেই।

প্রসঙ্গত, এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আইপিএলে ফিরেছেন সাকিব। সাকিব ৩ কোটি ৭৪ লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারের আসর খেলবেন। এর আগে ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত দলটিতে ছিলেন তিনি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর