আফগানিস্তানে তিন নারী সাংবাদিক খুন

আপডেট: March 3, 2021 |

আফগানিস্তানে তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনা করা হয়েছে। পরিকল্পিত ও পৃথক দুটি হামলায় তাদেরকে হত্যা করা হয়। আশংকাজনক অবস্থায় ওপর এক নারী সাংবাদিক হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২ মার্চ) আফগানিস্তানের জালালাবাদ শহরে এই ঘটনা ঘটে। নিহতরা স্থানীয় একটি বেসরকারি টিভি চ্যানেল এনিকাসে কাজ করতেন। দুর্বৃত্তদের গুলিতে নিহত ওই তিন নারী সাংবাদিকের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। টিভি স্টেশনের প্রধান জালমাই লতিফি জানিয়েছেন, ‘সম্প্রতি মাধ্যমিক স্কুলে পড়া শেষ করে তাদের প্রতিষ্ঠানের ডাবিং বিভাগে যোগদান করেছিলেন ওই তিন নারী কর্মী।’

আফগান পুলিশ জানিয়েছে, ‘হামলার সঙ্গে জড়িত প্রধান বন্দুকধারীকে আটক করেছে তারা। আটককৃত ব্যক্তি তালেবান বিদ্রোহীদের সঙ্গে সংশ্লিষ্ট বলেও দাবি করেছে পুলিশ। তবে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে তালেবান।’

বার্তাসংস্থা এএফপিকে লতিফি বলেন, ‘তারা সবাই মারা গেছে। অফিস থেকে পায়ে হেঁটে বাড়িতে ফেরার সময় তাদেরকে গুলি করে হত্যা করা হয়।’

অন্যদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আহত অন্য নারী সাংবাদিককে হাসপাতালে নেওয়া হয়েছে। জীবন বাঁচাতে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে রক্তক্ষয়ী হামলার সংখ্যা অনেক বেড়েছে। এজন্য তালেবানকে দায়ী করে আসছে দেশটির প্রশাসন। সম্প্রতি দেশটির গোয়েন্দা প্রধানের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালে বিদ্রোহী গোষ্ঠীটি ১৮ হাজারের বেশি হামলার সঙ্গে জড়িত ছিল।

এসব হামলা বা হত্যার বেশিরভাগের দায় কোনো জঙ্গি সংগঠনই স্বীকার করেনি। তবে দেশটির সরকারি কর্মকর্তারা অধিকাংশ ক্ষেত্রে বিরোধীপক্ষ সশস্ত্র গোষ্ঠী তালেবানকে দায়ী করে থাকেন। অবশ্য তালেবান এসব হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে এর আগে বার্তাসংস্থা এপির কাছে দাবি করেছিলেন গোষ্ঠীটির মুখপাত্র। সূত্র: বিবিসি

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর