শ্রীমঙ্গলে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

আপডেট: March 17, 2021 |
তিমির বনিক, মৌলভীবাজার জেলা সংবাদদাতা : মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা কর্মসূচি পালিত হয়েছে।দিবসটি উদযাপন উপলেক্ষে উৎসবমুখর ছিল শ্রীমঙ্গল উপজেলা প্রাঙ্গণ।
সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সংগঠনের  নেতৃবৃন্দরা ফুল নিয়ে জড়ো হন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। শ্রীমঙ্গলে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন, জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এরপর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শ্রীমঙ্গল মুক্তিযুদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ, শ্রীমঙ্গল প্রেসক্লাব, শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটি, শ্রীমঙ্গল অফিসার ক্লাব, শিক্ষকদের বিভিন্ন সংগঠনসহ অন্যান্য আরো সংগঠন।
শ্রীমঙ্গল প্রেসক্লাব : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মদিনে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে ১৭ মার্চ  সকাল সাড়ে ১০টায় কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবেরেরে সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দুস্থ শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুস শহীদ এম.পি। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার আহমদ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেকসহ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা। এর আগে সকাল সাড়ে ৭টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকরা পুস্পস্তবক অর্পন করেন জাতীয় মহানায়কের প্রতিকৃতিতে।
Share Now

এই বিভাগের আরও খবর