মৌলভীবাজারে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মশতবার্ষিকী পালিত হয়েছে

আপডেট: March 17, 2021 |

তিমির বনিক, মৌলভীবাজার জেলা সংবাদদাতা : মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ট মহানায়ক বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

বুধবার ১৭ মার্চ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদানের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধিগণ।

এ উপলক্ষে স্থানীয় বঙ্গবন্ধু প্রতিকৃতি প্রাঙ্গন থেকে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের পশ্চিমবাজার মোড়ে জেলা যুবলীগ আয়োজিত জাতির জনকের ১০১তম জন্মবার্ষিকীর কেক কাটা ও শিরনী বিতরণ করা হয়।

বৈশাখীনিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর