মীরজাফর , মুনাফিকদের থেকে সাবধানতা অবলম্বন করতে হবে: ওমর সানি

আপডেট: March 29, 2021 |

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। বর্তমানে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সভাপতির দায়িত্ব পালন করছেন। সোশ্যাল মিডিয়ায় সরব এই অভিনেতা।

সম্প্রতি এই নায়ক ফেইসবুক-এ স্ট্যাটাস দিয়েছেন: ‘উপকারী গাছের যেমন ছাল থাকে না, তেমনি উপকারী ব্যক্তির পিঠের চামড়াও থাকে না!’ এখানেই শেষ নয়, ওমর সানি উদাহরণ টেনে অর্জুন গাছের নাম উল্লেখ করে লিখেছেন: ‘আপনি যত আবেগী হয়ে মানুষের বিপদে পাশে দাঁড়াবেন, যত সহযোগিতা করবেন, সার্বিকভাবে পাশে থাকবেন, তত বেশি আপনার দুর্বল জায়গায় আঘাত করার চেষ্টা করবে কিছু মানুষ।… আবু জাহেল মীরজাফর মুনাফিকদের থেকে সাবধানতা, সর্তকতা অবলম্বন করতে হবে।’

‘তার মানে এই নয় যে, আপনি বিপদে কারো পাশে দাঁড়াবেন না। অবশ্যই দাঁড়াবেন।’ ওমর সানী আরো লিখেছেন: ‘কেউ যদি উপকৃত হয়ে আপনাকে পেছন থেকে বাঁশ দেয়, সেই বাঁশ আপনি একত্রিত করে জনগণের নদী পারাপারের জন্য বাঁশের সাঁকো তৈরি করে দেবেন। আপনার এই কর্মের ফল আল্লাহপাক অবশ্যই আপনাকে উত্তম জায়গায় দান করবেন ইনশাআল্লাহ।’

কয়েকদিন আগে প্রযোজক ইকবালের সঙ্গে দ্বন্দ্বে জড়ান ওমর সানি। তাকে হুমকি দেওয়ার অভিযোগ এনে থানায় জিডি করেন এই নায়ক। এরপরই ফেইসবুকে স্ট্যাটাস দিলেন তিনি।

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর