৫ কোটি ৪০ লাখ মানুষকে টিকার আওতায় আনতে ঋণ দিয়েছে বিশ্বব্যাংক

আপডেট: April 14, 2021 |

৫ কোটি ৪০ লাখ মানুষকে করোনা টিকার আওতায় আনতে ৫০ কোটি মার্কিন ডলারের ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। বুধবার বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশ সরকারের তিনটি আলাদা ঋণ চুক্তি সই হয়। এর আওতায় করোনার ভবিষ্যত সংকট মোকাবিলা, টিকা সংস্থান ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সরকারকে মোট ১০৪ কোটি মার্কিন ডলার ঋণ দেয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা টিকা কেনাসহ তা সংরক্ষণ ও বিরতণে বিশ্বব্যাংকের দেয়া ৫০ কোটি ডলার ব্যয় করবে বাংলাদেশ সরকার। এছাড়াও এ অর্থ দিয়ে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে কাজ করতে পারবে সরকার। আলাদা দুটি চুক্তির আওতায় ইজিপি’র আধুনিকায়ন ও সরকারি ক্রয়ে সচ্ছতা নিশ্চিতে অবকাঠামো উন্নয়ন করা হবে। চুক্তি অনুয়ায়ি কোভিডের কারণে হওয়া অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতেও আলাদা সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর