ডিএসসিসির গাড়ির ধাক্কায় রিকশাচালকের মৃত্যু , আগুন দিয়েছে উত্তেজিত জনতা

আপডেট: April 16, 2021 |
print news

চলমান লকডাউনের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি গাড়ির ধাক্কায় রিকশাচালক মারা গেছেন।

শুক্রবার সকালে বিবির বাগিচা এলাকায় ওই দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সিটি করপোরেশনের গাড়িটিতে আগুন দেয় বলে জানিয়েছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার এসআই মো. আব্বাস বলেন, সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় একজন রিকশাচালক ঘটনাস্থলে মারা গেছেন।

নিহত রিকশাচালকের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, সকাল ৯টার দিকে সিটি করপোরেশেনের একটি ময়লার গাড়ির আগুন নেভায় তাদের দুটি ইউনিট।

বৈশাখীনিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর