বেতনের টাকায় ১১১ পরিবারকে খাদ্য সহায়তা

আপডেট: April 16, 2021 |

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার দরিসোম গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন (৫০)। তিনি তার বড় ছেলে মো. রাসেলের মার্চ মাসের বেতনের টাকায় ১১১ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন।

শুক্রবার (১৬ এপ্রিল) সকালে স্থানীয় ১১১টি কর্মহীন, ছিন্নমূল ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আমজাদ হোসেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাউল, ডাল ও আলু।

 

আমজাদ হোসেন করোনা মহামারির সময় সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন সবাইকে। বিত্তবানরা এগিয়ে আসলে কর্মহীন, ছিন্নমূল ও হতদরিদ্র পরিবারের মানুষ অনাহারে থাকবে না বলে তিনি মনে করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, পৌরসভার নব নির্বাচিত মেয়র এসএম রবীন হোসেন, কাউন্সিলর মো. বাদল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম সিজু প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈশাখীনিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর