প্রিন্স ফিলিপের শেষকৃত্য আজ

আপডেট: April 17, 2021 |
print news

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের শেষকৃত্য আজ। উইন্ডসর ক্যাসেলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

স্থানীয় সময় বেলা ৩টায় প্রিন্স ফিলিপের স্মরণে যুক্তরাজ্যজুড়ে এক মিনিট নীরবতা পালন করা হবে। এর পর উইন্ডসর শুরু হবে মূল আনুষ্ঠানিকতা।

উইন্ডসর ক্যাসেলের একটি ব্যক্তিগত চ্যাপেলে রয়েছে ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মরদেহ।

সেখান থেকে তার নিজের নকশা করা ল্যান্ড রোভার গাড়িতে করে সেন্ট জর্জস চ্যাপেলে মরদেহ নেয়া হবে।

প্রিন্স ফিলিপের শেষ ইচ্ছা অনুযায়ী সামাজিক দূরত্ব মেনে পারিবারিকভাবে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

সাধারণ মানুষ শেষবারের মতো শ্রদ্ধা জানাতে না পারলেও পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বজুড়ে গণমাধ্যমে। সেন্ট জর্জস চ্যাপেলের নিচে অবস্থিত রয়্যাল ভল্টে দাফন করা হবে ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপকে। আজ রাষ্ট্রীয় শোক শেষ হলেও রাজপরিবারের সদস্যরা আরও এক সপ্তাহ শোক পালন করবেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর