চেক রিপাবলিক থেকে ১৮ রাশিয়ান কূটনীতিক বহিষ্কার

আপডেট: April 18, 2021 |

১৮ জন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করছে চেক রিপাবলিক। দেশটির একটি অস্ত্রাগারে বিস্ফোরণের ঘটনায় রাশিয়ান গোয়েন্দা সংস্থা যুক্ত ছিল এমন সন্দেহ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে চেক সরকার।

আজ রবিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই পদক্ষেপের ফলে মস্কোর চেক প্রজাতন্ত্রের দূতাবাস বন্ধ করতে পারে রাশিয়া। এক কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য দিয়েছে রাশিয়ান নিউজ এজেন্সি ইন্টারফ্যাক্স।

চেক প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিজ এক বিবৃতিতে বলেছেন, ভ্রাবেটিস অঞ্চলে একটি গোলাবারুদ ডিপো বিস্ফোরণে রাশিয়ান গোয়েন্দা সংস্থা জিআরইউয়ের কর্মকর্তাদের জড়িত আছে বলে সুস্পষ্ট সন্দেহ রয়েছে।

২০১৪ সালের অক্টোবরে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। এতে একটি বেসরকারি সংস্থার দু’জন কর্মচারী নিহত হয়। কোম্পানিটি একটি রাষ্ট্রীয় সামরিক সংস্থার কাছ থেকে সাইটটি ভাড়া নেওয়ার উদ্যোগ নিয়েছিল।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর