খেলোয়াড়রা শ্রীলংকার কন্ডিশন ও উইকেটের সঙ্গে যথেষ্ট অভ্যস্ত হয়েছে : নান্নু

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১২ এপ্রিল থেকে শ্রীলংকায় অবস্থান করছে বাংলাদেশ দল। তিন দিনের কোয়ারেন্টিন শেষে লংকান কন্ডিশনের সঙ্গে নিজেদের ভালোই মানিয়ে নিয়েছেন মুমিনুল হকরা।

প্রস্তুতি ম্যাচে সেটিই স্পষ্ট। প্রথম দিনের প্রস্তুতি দেখেই সন্তুষ্ট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

ভিডিও লাইভে এসে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি।

বললেন, ‘দুদিনের ম্যাচের প্রথম দিন শেষে বোঝা যাচ্ছে খেলোয়াড়রা যথেষ্ট অভ্যস্ত হয়েছে শ্রীলংকার কন্ডিশন ও উইকেটের সঙ্গে। যথেষ্ট ভালো অনুশীলন হয়েছে ছেলেদের।  টপঅর্ডারে সবাই ভালো ব্যাটিং করেছে। সব মিলিয়ে এই ম্যাচ ভালো প্রস্তুতিতে সহায়তা করছে। এতে আমরা টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারব।’

শ্রীলংকার উইকেট ও কন্ডিশন নিয়ে নান্নু বলেন, ‘উইকেটে প্রথম ঘণ্টায় ব্যাটিং করা কঠিন ছিল।  হয়তো টেস্টেও এ রকম কন্ডিশন হতে পারে। এই গরমের মধ্যে ভালো জায়গায় বল করা, মনোযোগ ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি প্রস্তুতি ম্যাচ থেকেই ভালো কিছু পাব।’

‘এক কথায় প্রস্তুতি ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য।  শ্রীলংকায় এসে প্রস্তুতির সুবিধা পুরোটা কাজে লাগাতে পেরেছি। খেলোয়াড়রা দুদিন অনুশীলনের পর ম্যাচ প্র্যাকটিসের সুযোগ পেয়েছে, এতে উপকৃত হয়েছে। আবহাওয়া, আর্দ্রতা, উইকেট সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ ছিল।’

উল্লেখ্য, প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্তরা।

প্রথমে ব্যাট করে ৩১৪ রান তুলে তামিমের দল।  হাফসেঞ্চুরি করেছেন তামিম (৬৩*), সাইফ হাসান (৫২*), নাজমুল হোসেন শান্ত (৫৩*) ও মুশফিকুর রহিম (৬৬*)।

বৈশাখী নিউজএপি