রাম চরণের নায়িকা হচ্ছেন রাশমিকা

আপডেট: April 19, 2021 |
print news

দক্ষিণী সিনেমার গুণী নির্মাতা শঙ্কর। বেশ আগে রাম চরণকে নিয়ে বড় বাজেটের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তিনি।

কয়েক মাস আগে শোনা যায়, নাম ঠিক না হওয়া এ সিনেমায় রাম চরণের বিপরীতে অভিনয় করবেন দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী সুজি ব্যা। এবার শোনা যাচ্ছে, সুজি নয়, রাম চরণের বিপরীতে অভিনয় করবেন রাশমিকা মন্দনা।

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, নাম ঠিক না হওয়া এ সিনেমায় একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন রাশমিকা। প্রথমবারের মতো সাংবাদিক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। নির্মাতারা অন‌্য চরিত্রের জন‌্য অন‌্য নায়িকাদের সঙ্গে যোগাযোগ করছেন।

সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন বিজয় সেতুপথি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

শ্রী ভেঙ্কটেশের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করবেন দিল রাজু ও শিরিষ। মজার বিষয় হলো, প্রথমবারের মতো তেলেগু সিনেমার কোনো নায়ককে নিয়ে সিনেমা নির্মাণ করছেন শঙ্কর। আগামী বছরের শুরুর দিকে সিনেমাটির শুরুর কথা রয়েছে। তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় মুক্তি পাবে এ সিনেমা।

রাম চরণের পরবর্তী সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’। রাজামৌলি পরিচালিত এ সিনেমা চলতি বছরের ১৩ অক্টোবর মুক্তির কথা রয়েছে। এছাড়া ‘আচার্য’ সিনেমায় দেখা যাবে রাম চরণকে। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রাম চরণের বাবা চিরঞ্জীবী।

রাশমিকা অভিনীত পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। এতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন তিনি। সিনেমাটিতে আল্লু অর্জুন একজন ট্রাক ড্রাইভার। তার স্ত্রী পুষ্পার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা।

আগামী ১৩ আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে। তা ছাড়া ‘মিশন মজনু’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রাশমিকা। এ সিনেমার মাধ‌্যমে বলিউডে অভিষেক হবে তার।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর