হেফাজতের ঘটনায় জামায়াতের মাওলানা মঈনুদ্দিনসহ গ্রেফতার ৩

আপডেট: April 19, 2021 |

নারায়ণগঞ্জে হেফাজতের হরতালের নামে সহিংসতা ভাংচুর অগ্নিসংযোগের নাশকতার মামলায় মহানগর জামায়েত ইসলামীর আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ এপ্রিল) রাত একটায় ফতুল্লা থানার তল্লা এলাকার নিজ বাড়ি থেকে মাওলানা মঈনুদ্দিন আহমেদকে পুলিশ গ্রেফতার করে।

একই সময় বিএনপি নেতা মোঃ ইসলাম ও জামায়েত ইসলামীর সদস্য মোঃ জনিকেও পুলিশ গ্রেফতার করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, রাতে তাদের গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানায় নেওয়া হয়েছে। আজ (সোমবার) সকালে তাদের আদালতে পাঠানো হবে। গ্রেফতার হওয়া তিনজনই হেফাজতের হরতালের নামে সহিংসতা ভাংচুর অগ্নিসংযোগের নাশকতার মামলার এজাহারভুক্ত আসামী।

উল্লেখ্য, গত ২৮ মার্চ সারাদেশে হেফাজত ইসলামের হরতালে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড সানারপাড় ও চিটাগাং রোডে গাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর চালিয়ে সড়ক অবরোধ করে সহিংসতা চালানো হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ১৩২ জনের নাম উল্লেখ করে ৮টি মামলা দায়ের করা হয়।

এই ৮ মামলায় পুলিশ এ পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করেছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর