বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৩০ লাখ ছাড়াল

আপডেট: April 21, 2021 |

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩০ লাখ ৫৭ হাজার। এছাড়াও আক্রান্ত ছাড়িয়েছে ১৪ কোটি ৩৫ লাখ ৪২ হাজার।

বুধবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

এছাড়াও বিশ্বে করোনা থেকে সুস্থতার সংখ্যা ছাড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৯৬ হাজার।
বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ৫ লাখ ৮২ হাজারও বেশি নাগরিক। যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার চারজন। মারা গেছেন ১ লাখ ৮২ হাজার ৫৭০ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৬৯ হাজার ৮৬৩ জন।

করোনার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪০ লাখ ৫০ হাজার ৮৮৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৭৮ হাজার ৫৩০ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২৫ লাখ ৬১ হাজার ৬৮৯ জন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর