যে কারণে ইমরানের সমালোচনায় পিএমএল-এন

আপডেট: April 21, 2021 |

২০১৮ সালে সরকারের দায়িত্ব গ্রহণের পর ছয়বার মন্ত্রিসভায় রদবদল করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এরই পরিপ্রেক্ষিতে, বিরোধী দল মুসলিম লীগ-নাওয়াজ পিএমএল-এন সুপ্রিমো নাওয়াজ শরীফের মুখপাত্র মুহাম্মদ জুবায়ের প্রধানমন্ত্রীর সমালোচনায় করেন।

তিনি বলেন, ‘তিন বছরেরও কম সময়ের মধ্যে এই দপ্তরে চার নম্বর মন্ত্রী নিয়োগ দেওয়া হলো। প্রধানমন্ত্রী আবারও তার মন্ত্রিসভায় রদবদল আনলেন। এ ঘটনা প্রমাণ করে যে, তিনি দায়িত্ব পালনে ব্যর্থ।’

জিও নিউজ জানিয়েছে, অন্যান্য বিশিষ্ট পরিবর্তনের মধ্যে প্রধানমন্ত্রী অর্থ ও রাজস্ব মন্ত্রণালয়ের দপ্তর বিশিষ্ট ব্যাংকার শওকত তারিয়েনের হাতে তুলে দেন। নতুন অর্থমন্ত্রী হাম্মাদ আজহারের কাছ থেকে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন। কয়েক সপ্তাহ আগে স্থলাভিষিক্ত হয়ে ড. আব্দুল হাফিজ শেখ মন্ত্রণালয়ে নিয়োগ প্রাপ্ত হন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর