মিয়ানমারে ফের আটক জাপানি সাংবাদিক কিতাজুমি

আপডেট: April 21, 2021 |
print news

মিয়ানমারে ইয়ুকি কিতাজুমি (৪৫) নামে জাপানের এক সাংবাদিককে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

গত রবিবার রাতে ইয়াঙ্গুনে নিজ বাড়ির সামনে থেকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় টোকিওভিত্তিক নিক্কেই বিজনেস ডেইলির সাবেক এ প্রতিবেদককে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি জাপানি ওই ফ্রিল্যান্সার সাংবাদিককে আটক করা হয়েছিল। পরে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয়া হয়েছিল।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের রাষ্ট্রক্ষমতা দখলে নেয় দেশটির সেনাবাহিনী।

এর পরই জান্তাবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠে মিয়ানমার। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত ৭ শতাধিক মানুষ নিহত হয়েছেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর