ভারতের নতুন প্রধান বিচারপতি এনভি রামানা

আপডেট: April 24, 2021 |

ভারতের ৪৮তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি এনভি রামানা। দেশটির প্রেসিডেন্ট রাম নাথ কোভিন্দ শনিবার (২৪ এপ্রিল) সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তার শপথ পড়িয়েছেন।

সদ্য বিদায়ী প্রধান বিচারপতি এসএ বোবডিকে বিদায় জানিয়ে এনভি রামানা বলেন, করোনা প্রতিরোধে আমরা এক পরীক্ষিত সময় পার করছি। এতে আইনজীবী, বিচারক ও আদালতকর্মীরাও আক্রান্ত হচ্ছেন।
এ জন্য কিছু কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আত্মত্যাগের মাধ্যমে আমরা এই মহামারিকে রুখে দিতে পারব।

শপথ নেওয়ার পর নতুন প্রধান বিচারপতির সামনে থাকা বড় প্রতিকূলতার মধ্যে একটি হল, ভারতের শীর্ষ আদালতের ছয়টি শূন্য পদ পূরণ করা।

বিচারপতির ববদির আমলে সুপ্রিমকোর্টে নতুন করে কোনো বিচারপতি নিয়োগ দেওয়া হয়নি। ১৯৫৭ সালের ২৭ আগস্ট অন্ধ্রপ্রদেশের একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন বিচারপতি এনভি রামানা।

আগামী বছরের ২৬ আগস্ট পর্যন্ত তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

চার দশকের পেশাজীবনে তিনি অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট, কেন্দ্রীয় ও অন্ধ্রপ্রদেশের প্রশাসনিক ট্রাইব্যুনাল, ভারতের সুপ্রিম কোর্টে কাজ করেছেন। তিনি সংবিধান, ফৌজদারি ও আন্তঃরাষ্ট্রীয় নদী আইন বিশেষজ্ঞ।

২০০০ সালের ২৭ জুন অন্ধ্রপ্রদেশের হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান তিনি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর