ভারতের করোনা পরিস্থিতি নিয়ে যা বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান

আপডেট: April 27, 2021 |
print news

কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় ঢেউয়ে দিকহারা ভারতে ফের দৈনিক সংক্রমণের নতুন বিশ্ব রেকর্ড হয়েছে, প্রতিদিনই শনাক্ত রোগীর সংখ্যা তিন লাখ ছাড়িয়ে যাচ্ছে। এমন অবস্থায় দ্বিতীয় ঢেউ সামলে উঠতে না পেরে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। অক্সিজেন-ওষুধ আর হাসপাতালের অভাবে দম বন্ধ হয়ে রাস্তাঘাটে মারা পড়ছেন রোগীরা। মৃত্যুপুরীতে পরিণত দেশটি। চিতার আগুনের ধোঁয়ায় ধোঁয়াচ্ছন্ন আকাশ।

ভারতের এই পরিস্থিতিতে মর্মাহত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস। তিনি ভারতের পরিস্থিতি নিয়ে সতর্ক করে বলেন, ভারতের পরিস্থিতি অত্যন্ত সঙ্গীন, হৃদয় ভেঙে যাচ্ছে। এই অবস্থায় ভারতকে যথা সম্ভব সাহায্য করবে ডব্লিউএইচও।

তিনি আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কয়েক হাজার অক্সিজেন কনসানট্রাক্টর ও মোবাইল ফিল্ড হাসপাতাল এবং ল্যাবরেটরি ভারতে পাঠাচ্ছে। এছাড়াও ভারতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২,৬০০ জন বিশেষজ্ঞকে ভারতে পাঠিয়েছে, যারা পোলিও ও টিবি নিয়ে কাজ করেছেন। সূত্র : টিভিনাইন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর