নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া অন্য কোনো পথ খোলা নেই : প্রেসিডেন্ট রুহানি

আপডেট: April 27, 2021 |

গোটা বিশ্ব আজ একথা মেনে নিয়েছে যে, ইরানের সঙ্গে সমঝোতা এবং এদেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া অন্য কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। বিষয়টিকে ইরানের জন্য বিরাট সাফল্য বলে উল্লেখ করেছেন তিনি।

প্রেসিডেন্ট রুহানি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন ঘটানোর লক্ষ্যে তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছিলেন। কিন্তু ইরানি জনগণের প্রতিরোধ, সর্বোচ্চ নেতার দিক-নির্দেশনা ও সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় সে যুদ্ধে ইরানের বিজয় হয়েছে। গোটা বিশ্ব এমনকি আমেরিকা আজ স্বীকার করতে বাধ্য হচ্ছে যে, তাদের অর্থনৈতিক যুদ্ধ ব্যর্থ হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় ইরানের একদল শিল্প উদ্যোক্তার সঙ্গে বৈঠকে ভিয়েনায় পরমাণু সমঝোতা নিয়ে চলমান বৈঠকের কথা উল্লেখ করে এ মন্তব্য করেন তিনি। রুহানি বলেন, শুধুমাত্র দেশের বাজারের কথা মাথায় রেখে পণ্য উৎপাদন করলে চলবে না বরং বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করতে হবে। সূত্র : পার্সটুডে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর