কাশিমপুর কারাগারে এক হাজতির আত্মহত্যা

আপডেট: June 5, 2021 |
print news

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি এক হাজতি আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর হাসপাতালের বাথরুমের ভেতর এ ঘটনাটি ঘটে।

নিহতের নাম জাবেদ হাসান সুজন। সে একটি হত্যা মামলায় কারাগারে বন্দি ছিল।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর (অতিরিক্ত দায়িত্ব) সিনিয়র জেল সুপার মোঃ গিয়াস উদ্দিন জানান, হাজারীবাগ থানায় একটি হত্যা মামলায় বন্দি ছিল জাবেদ হাসান সুজন। তিনি মানসিক রোগী থাকায় কারা হাসপাতালে ভর্তি ছিল। দুপুরে কারা হাসপাতালের বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে।

এসময় তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জাবেদ হাসান সুজনকে মৃত ঘোষণা করেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর