নাইজেরিয়ায় অনির্দিষ্টকালের জন্য টুইটার বন্ধের ঘোষণা

আপডেট: June 5, 2021 |

অনির্দিষ্টকালের জন্য জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার বন্ধের ঘোষণা দিয়েছে নাইজেরিয়া।

দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির একটি টুইট মুছে দেওয়ার পর শুক্রবার (৪ জুন) এ সিদ্ধান্তের কথা জানায় নাইজেরীয় কর্তৃপক্ষ।

আফ্রিকার এ দেশটির দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্লাটফর্মটি নাইজেরিয়ার অস্তিত্বকে অবমূল্যায়ন করেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নীতিমালা ভঙ্গের অভিযোগে দিন দু’য়েক আগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির অফিশিয়াল অ্যাকাউন্টের একটি টুইট মুছে দেয় টুইটার কর্তৃপক্ষ। এর পরই জনপ্রিয় এ সামাজিক যোগাযোগমাধ্যমটির ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে দেশটি।

শুক্রবার এক বিবৃতিতে নাইজেরিয়ার তথ্য মন্ত্রণালয় জানায়, দেশের কেন্দ্রীয় সরকার অনির্দিষ্টকালের জন্য টুইটার বন্ধ ঘোষণা করেছে। তবে এএফপি জানিয়েছে, এই বিবৃতি দেওয়ার কিছুক্ষণ পরও নাইজেরিয়ায় টুইটার ব্যবহার করা যাচ্ছিল।

বন্ধ ঘোষণার পরও টুইটার কীভাবে ব্যবহার করা যাচ্ছে, এ বিষয়ে নাইজেরিয়ার তথ্য মন্ত্রণালয়ের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট সেগুন আদেয়েমি এএফপি’কে বলেন, ‘প্রযুক্তিগত দিক নিয়ে আমি কোনো উত্তর দিতে পারব না।…টুইটারের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’ তথ্যসূত্র : এএফপি

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর