মুক্তিযোদ্ধা ভাতা ২০,০০০ করায় প্রধানমন্ত্রীকে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের কৃতজ্ঞতা

সময়: 8:24 pm - June 7, 2021 | | পঠিত হয়েছে: 4 বার

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সম্মানী ভাতা ২০ হাজার টাকা বরাদ্দ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন।

সোমবার (৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার অধ্যক্ষ গাজী দেলোয়ার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা আবারো প্রমাণ করলেন তিনি দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের সুখে-দুঃখে সার্বক্ষণিক পাশে আছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।

তারা দেশমাতৃকার কল্যাণে সমস্ত ইতিবাচক কাজে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবন বাজি রেখে হলেও সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস দেন। মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষরদাতারা হলেন- সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) জি এম কামরুল ইসলাম এবং সহ-সভাপতি আরমন্ড জহর গোমেজ।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর