টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় যানজট

আপডেট: June 8, 2021 |
print news

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৮জুন) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত থেমে থেমে এ যানজটের সৃষ্টি হয়।

 

বিষয়টি এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত নিশ্চিন্ত করেছেন।

ইয়াসির আরাফাত জানান, যানবাহনের চাপ বৃদ্ধির কারণে রাতে ও ভোরে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ রাখা হয়। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলরত চালক ও যাত্রীরা। এছাড়াও কাচামালসহ পণ‌্য পরিবহনগুলো বিপাকে পড়েছে।

বঙ্গবঙ্গু সেতু সূত্র জানায়, সোমবার (৭ জুন) সন্ধ্যা থেকে বৃষ্টি হওয়ায় মহাসড়কে গাড়ি ধীরগতিতে চলাচল করেছে। এজন‌্য গাড়ির চাপ বেড়ে যায়। অতিরিক্ত যানবাহনের চাপের কারণে রাতে বঙ্গবঙ্গু সেতুর পূর্ব পারে ও ভোরে পশ্চিম পারে টোল আদায় বন্ধ রাখা হয়।

 

অন্যদিকে, সিরাজগঞ্জ অংশে রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় আধাঘণ্টা টোল আদায় বন্ধ ছিলো। পরে ভোররাত থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।

ইনচার্জ ইয়াসির আরাফাত আরও  জানান, যানজট নিরসনে মহাসড়কে কাজ করছে পুলিশ। দ্রুতই যানচলাচল স্বাভাবিক হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর