নিখিলের বিরুদ্ধে অবৈধভাবে টাকা উত্তোলনের অভিযোগ করলেন নুসরাত

 

অবৈধভাবে অভিনেত্রী নুসরাত জাহানের ব্যাংক একাউন্ট থেকে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে নিখিল জৈনর বিরুদ্ধে। বুধবার (৯ জুন) এক লিখিত বিবৃতিতে এই অভিযোগ করেছেন তৃণমূলের সাংসদ নুসরাত জাহান।

ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত বিবৃতিতে নুসরাত জাহান বলেন—‘‘ধনী’ (নিখিল) একজন অভিযোগ করেছেন তাকে আমি ‘ব্যবহার’ করেছি। কিন্তু তিনি আমার ব্যাংক একাউন্ট থেকে রাতের বেলায় অবৈধভাবে টাকা উত্তোলন করেছেন। আমরা আলাদা হয়ে যাওয়ার পরও তিনি এমনটা করেছেন। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। খুব শিগগির পুলিশের কাছে অভিযোগ দায়ের করব।’’

নুসরাত জাহানের ব্যাংক অ‌্যাকাউন্ট তার অনুমতি ছাড়া কীভাবে ব‌্যবহার করেছেন নিখিল তারও ব‌্যাখ‌্যা দিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন—‘তার (নিখিল) অনুরোধে আমার পারিবারিক সমস্ত ব্যাংক একাউন্টের বিস্তারিত কাগজপত্র তাকে হস্তান্তর করেছিলাম। আমি বা আমার পরিবারের কোনো সদস্য ব্যাংকের কোনো নির্দেশনা সম্পর্কে অবগত ছিলাম না। আমার অনুমতি ছাড়া আমার ব্যাংক একাউন্ট অপব‌্যবহার করেছে। এখনো আমি ব্যাংকের সঙ্গে লড়াই করছি, যদি প্রয়োজন হয় সব প্রমাণ প্রকাশ করব।’

এর আগে নিখিল জৈন দাবি করেছিলেন, নুসরাতের বোনের পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন তিনি। সে দাবিকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন নুসরাত। তার ভাষায়—‘আমার বোনের পড়াশোনা, পরিবারের ভালো থাকার দায়িত্ব আমার। যার সঙ্গে তার সম্পর্কই নেই। আর তার ক্রেডিট কার্ড আমার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই।’

নুসরাত জাহানের সব জিনিসপত্র এখনো নিখিলের বাড়িতে রয়েছে। এ বিষয়ে নুসরাত বলেন, ‘আমার সব জিনিস, জামা কাপড়, ব্যাগ, গহনা এখনো ওদের কাছেই আছে। আমার বাবা-মা, বন্ধু বা আত্মীয়দের দেওয়া গহনা, আমার কষ্টের টাকায় কেনা অনেক কিছু ওদের কাছে রয়ে গিয়েছে, এটা ভেবে খারাপ লাগছে।’

২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে নিখিলের সঙ্গে গাটছড়া বাঁধেন নুসরাত জাহান। এ সময় ধর্মীয় রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কিন্তু বিয়ের এক বছর পূর্ণ না হতেই তাদের মধ্যে সমস্যা দেখা দেয়। গত ৬ মাসের বেশি সময় ধরে আলাদা থাকছেন। এদিকে নুসরাত জানিয়েছেন, তাদের রেজিস্ট্রি বিয়ে হয়নি বরং লিভ-ইন সম্পর্কে ছিলেন।

বৈশাখী

 নিউজ/ বিসি