চীনের দেওয়া সিনোফার্মের ৬ লাখ টিকা পাঠানোর প্রস্তুতি শুরু

আপডেট: June 11, 2021 |
print news

চীন সরকারের পক্ষে উপহার হিসেবে দেওয়া সিনোফার্মের ৬ লাখ টিকার দ্বিতীয় চালান ঢাকায় পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। এর মধ্যেই এই টিকা দেশটির বেইজিং এয়ারপোর্টে পৌঁছেছে।

শুক্রবার (১১ জুন ) সকালে ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানায়।

ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশকে যে ৬ লাখ টিকা উপহার দেওয়া হবে, সে টিকার প্যাকিং সম্পন্ন হয়েছে। এই টিকা কোম্পানি থেকে একটি কাভার্ডভ্যানযোগে বেইজিং এয়ারপোর্টে নেওয়া হয়েছে। এয়ারপোর্ট থেকে বিমানযোগে ঢাকায় আসবে।

আগামী ১৩ জুন চীনা টিকা ঢাকায় পৌঁছাবে। এর আগে গত ১২ মে চীন প্রথম দফায় ৫ লাখ টিকা উপহার দেয়।
বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়।

বৈশাখীনিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর