সুদানকে ৬৫ কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ

আপডেট: June 16, 2021 |

দারিদ্র্য বিমোচনে অফ্রিকার দরিদ্র দেশ সুদানকে ৬৫ কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর আহ্বানে সাড়া দিয়ে অত্যধিক ঋণগ্রস্ত দরিদ্র রাষ্ট্র সুদানকে এই অর্থ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক সম্মেলন সংস্থার (ওআইসি) সদস্যভুক্ত বন্ধুপ্রতীম দেশ সুদানের ঋণ মওকুফের জন্য গত ১৫ জুন বাংলাদেশ সরকার ৫.৩২ মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় ৬৫ কোটি টাকা দিয়েছে। বাংলাদেশ সরকারের এ অর্থায়ন দারিদ্র্য বিমোচনে সুদানের সংগ্রামকে আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, গত বছরেও আইএমএফ এর উদ্যোগের অংশ হিসেবে আফ্রিকান দেশ সোমালিয়ার দারিদ্র্য মুক্তির লক্ষ্যে বাংলাদেশ ৮ কোটি টাকার অধিক অর্থ দিয়েছিল।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর