নতুন মহাকাশ স্টেশনে প্রথম নভোচারী পাঠালো চীন

আপডেট: June 17, 2021 |
print news

চীনের নতুন মহাকাশ স্টেশনে প্রথম তিন নভোচারী পাঠাল দেশটি। শেনঝৌ টুয়েলভ নামে একটি মহাকাশযানে করে তিয়ানহে মডিউলে তিন নভোচারী পাঠানো হয়।

বৃহস্পতিবার সকালে চীনের গানসু প্রদেশের গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় মহাকাশযানটি।

প্রায় ৫ বছর পর মহাকাশে আবারও নভোচারী পাঠাল চীন। গেল এপ্রিলে নতুন মহাকাশ স্টেশন তিয়ানহে মডিউলটি মহাকাশে উৎক্ষেপণ করা হয়।

৭০ টন ওজনের তিয়ানহে মডিউলের দূরত্ব ভূপৃষ্ট থেকে ৩৮০ কিলোমিটার। এতে রয়েছে হাবলের মতো শক্তিশালী একটি টেলিস্কোপ, যা দূরের গ্রহ-নক্ষত্র ও মহাজাগতিক ঘটনাবলি পর্যবেক্ষণ করতে সক্ষম।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর