করোনা শনাক্ত পঞ্চগড়ে আরও ১২ জনের

পঞ্চগড়ে নতুন করে আরও ১২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৮৭৩ জন।
এ পর্যন্ত জেলায় ২০ জনের মৃত্যু হলেও সুস্থ হয়েছে ৮১৮ জন। তবে নতুন আক্রান্ত সবাই তাদের নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
গতকাল বুধবার (১৬ জুন) দিনগত রাতে পঞ্চগড়ে নতুন করে আরও ১২ জনের করোনা ভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।
পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, পৃথক পৃথক ভাবে স্বাস্থ্য বিভাগ ৪৬ জনের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে ৩৪ জনের নমুনার রিপোর্ট প্রেরণ করে। এতে ১০ জনের নমুনার রিপোর্ট পজেটিভ আসে।
বুধবার (১৬ জুন) ১২ জনের নমুনা এন্টিজেন টেষ্টে ২ জনের নমুনার রিপোর্ট পজেটিভ আছে।
নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হওয়া ১২ জনের মধ্যে পঞ্চগড় সদরে ৫ জন, আটোয়ারী উপজেলায় ৪ জন, বোদা উপজেলায় ১ জন ও দেবীগঞ্জ উপজেলায় ২ জন।