বেলজিয়ামে স্কুলের ভবন ধসে নিহত ৫

আপডেট: June 20, 2021 |

বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহরে নির্মাণ কাজ চলার সময় স্কুলের ভবন ধসে ৫ শ্রমিক নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (১৮ জুন) বিকেলে দেশটির আন্টওয়ার্প শহরের একটি স্কুলে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন। গুরুতর আহত ৩ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে সেবা দেয়া হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ভবনটি নির্মাণ করা হচ্ছিল। বেঁধে দেয়া সময়ের মধ্যেই কাজ বুঝিয়ে দেয়ার কথা শ্রমিকদের। কিন্তু হঠাৎ করেই ভবনের একটি পাশ ধসে পড়ে।

চাপা পড়ে প্রাণ হারান পাঁচজন। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায় নি।

বেলজিয়াম পুলিশ জানিয়েছে, নিহত নির্মাণ শ্রমিকদের দুইজন পর্তুগাল ও রোমানিয়ার নাগরিক ছিলেন।

টুইটারে দেয়া এক বার্তায় বেলজিয়ামের অগ্নিনির্বাপন বিভাগ জানিয়েছে, ভবন ধসে পড়ার ঘটনায় আহত হয়েছেন ৯ জন। তাদের মধ্যে তিনজন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি রয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর