করোনায় ঠাকুরগাঁওয়ে মৃত্যু ৩ ,শনাক্ত ৭৭

ভারত সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৭ জন।
গতকাল রোববার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে। মৃত তিনজনের মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলার একজন ও সদর উপজেলায় দুজন রয়েছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৫৭ জন।
সিভিল সার্জন মাহফুজার রহমান সরকার বলেন, সম্প্রতি সদর, পৌরসভা ও বালিয়াডাঙ্গী উপজেলায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। কয়েক দিন পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৭ জন শনাক্ত হয়েছেন।
এদিকে জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম বলেন, চলমান বিধিনিষেধের সুফল পেতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। সংক্রমণ যেভাবে কমার কথা, সেভাবে কমছে না।
২৩ জুন জেলা করোনা প্রতিরোধ কমিটি পুনরায় বৈঠকে বসবে। বৈঠকে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঠাকুরগাঁও জেলায় গত বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি। এর পর থামছে না করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বেড়েই চলেছে মৃত্যুর হার ও আক্রান্ত।