সৌদি আরবের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেন

আপডেট: June 21, 2021 |

সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থিত সেনাবাহিনী। দেশটির উত্তরাঞ্চলীয় মারিব প্রদেশের আকাশ থেকে করা হয়। ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়ার সারিয়ি রবিবার এক টুইটার বার্তায় এ তথ্য জানান।

প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ইউনিট মার্কিন নির্মিত একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের সামরিক বাহিনী এ জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

সৌদি ড্রোনটি ইয়েমেনের আকাশে নজরদারি চালাচ্ছিল বলে জেনারেল সারিয়ি উল্লেখ করেন। ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, ভূপাতিত সৌদি গোয়েন্দা ড্রোনের ধ্বংসাবশেষ পরে টেলিভিশনে সম্প্রচার করা হবে।

জেনারেল সারিয়ি বলেন, দেশের সামরিক বাহিনী এবং আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা নিজেদের আকাশসীমা রক্ষা এবং সব ধরনের শত্রুতা মোকাবিলা করার জন্য সব প্রচেষ্টা চলিয়ে যাবে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর