কুমিল্লায় করোনায় আরও চারজনের মৃত্যু

আপডেট: June 25, 2021 |
print news

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লায় আরো চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যায় সিভিল সার্জন মীর মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরো ১০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে আক্রান্তের হার ২২ শতাংশ। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৬২ জন, আদর্শ সদরে পাঁচজন, সদর দক্ষিণে দুইজন, বুড়িচংয়ে নয়জন, চান্দিনায় চারজন, চৌদ্দগ্রামে একজন, দেবিদ্বারে আটজন, লালমাইতে তিনজন, নাঙ্গলকোটে তিনজন, বরুড়ায় চারজন, মনোহরগঞ্জে একজন, মুরাদনগরে একজন, মুরাদনগরে একজন এবং তিতাস উপজেলায় দুইজন রয়েছে।

সিভিল সার্জন বলেন, মৃত চারজনের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার দুইজন এবং বুড়িচং উপজেলার দুই বাসিন্দা রয়েছে।

এদিকে আক্রান্তদের মধ্যে থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০ জন। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় আটজন, আদর্শ সদরে ২৪ জন, নাঙ্গলকোটে ১৬ জন, বুড়িচংয়ে পাঁচজন ও দেবিদ্বার উপজেলায় সাতজন রয়েছে।

এ নিয়ে জেলায় ১৩ হাজার ৬২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন । এদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৪৪ জন। মারা গেছেন ৪৬৩ জন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর