আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস আজ

আপডেট: June 26, 2021 |

আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস আজ। জাতিসংঘ ঘোষিত দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়। জাতিসংঘ এ দিবসটি উৎসর্গ করেছে বিশ্বব্যাপী যারা নির্যাতনের শিকার হচ্ছে তাদের উদ্দেশ্যে। সারাবিশ্বে মানুষ যাতে নির্যাতনের শিকার না হয়, তার বিভিন্ন উপায় নিয়ে এ দিবসে আলাপ-আলোচনা করা হয়।

নির্যাতিতদের পুনর্বাসনবিষয়ক আন্তর্জাতিক পরিষদের সদর দপ্তর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থিত।

নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসনের বিষয়ে আন্তর্জাতিক পরিষদ বলছে, যারা নির্যাতনের শিকার তাদের সাহায্য করা গুরুত্বপূর্ণ। এর ফলে শুধু তারা নয়, তাদের পরিবার এবং সমাজের অনেকে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। নির্যাতনকারীরা যাতে জয়ী না হতে পারে, সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। আন্তর্জাতিক পরিষদ কোপেনহেগেন থেকে বছরব্যাপী বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্যাতিত মানুষের বিভিন্ন অভিজ্ঞতা ও তথ্য সংগ্রহ করে। সেখানে তথ্য-উপাত্তগুলো মূল্যায়ন করা হয়। পরে এসব বাস্তবায়নের প্রচেষ্টা নেয় সংগঠনটি।

দিবসটি উপলক্ষে দেশে-বিদেশে বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিভিন্ন সংগঠন। তবে করোনা সংক্রমণ পরিস্থিতিতে এসব কর্মসূচি এবারও ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর