কাল-পরশু গণবিজ্ঞপ্তির ফল

আপডেট: June 28, 2021 |
print news

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল আগামীকাল মঙ্গলবার অথবা বুধবার প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সোমবার এনটিআরসিএর আপিল শুনানি শেষে এসব কথা জানান এনটিআরসএর সচিব এটিএম মাহবুব উল করিম।

তিনি জানান, রিটকারীদের যে মামলা ছিল সেটি নিষ্পত্তি হয়ে গেছে। আদালত মেধার ভিত্তিতে নিয়োগ দিতে বলেছে। এর ফলে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশে আর কোনো বাধা নেই।

ওই কর্মকর্তা আরও জানান, আজ বিকেলে আমাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ফল প্রকাশের বিষয়ে আলোচনা করা হবে। কবে ফল প্রকাশ করা হবে সেটিও আজ ঠিক করা হবে। আপনারা আর একটু অপেক্ষা করুন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর