বিএনপি থেকে পদত্যাগ করলেন দুই কেন্দ্রীয় নেতা

আপডেট: June 29, 2021 |

ব্যক্তিগত সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেছেন দলটির দুই কেন্দ্রীয় নেতা। তারা হলেন মেজর (অবসরপ্রাপ্ত) মো. হানিফ এবং কর্নেল (অবসরপ্রাপ্ত) শাহজাহান মিয়া।

হানিফ সিরাজগঞ্জের রহমতগঞ্জের বিএনপির নেতা। গত বছর করোনা রোগীদের জন্য নিজের বাড়িকে আইসোলেশন সেন্টার করার প্রস্তাব দিয়ে আলোচনায় আসেন তিনি।

নবম জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন শাহজাহান। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদকের পদে ছিলেন। দুজনই সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন।

কী কারণে পদত্যাগ, জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। বয়স হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি।

‘গতকাল আমি এবং কর্নেল (অব.) শাহজাহান সাহেব একই সাথে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে গিয়ে আমাদের পদত্যাগপত্র জমা দিয়ে রিসিভ করিয়ে এনেছি।’

বিএনপি থেকে পদত্যাগ করলেন নাকি রাজনীতি থেকে অবসরে গেলেন এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘বিএনপি থেকে পদত্যাগ করেছি।’

দলের নেতারা ডাকলে যাবেন কি না জানতে চাইলে হানিফ বলেন, ‘আমি অতি ক্ষুদ্র মানুষ। আমাকে ডাকবে না। গতকাল সকালে পদত্যাগপত্র জমা দিয়েছি, ডাকলে এত সময়ে ডাকত।’

অন্য কোনো রাজনৈতিক দলে যাবেন কি না? জবাবে হানিফ বলেন, ‘না, অন্য কোনো রাজনৈতিক দলে যাব না।’

পদত্যাগের বিষয়ে শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ বলেন, ‘তাদের পদত্যাগের বিষয়ে আমি অবগত নেই। আমার কাছে কোনো তথ্য নেই।’

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর