মাইক্রোসফটের ভুল ধরে ২৫ লাখ টাকা পুরস্কার

আপডেট: June 30, 2021 |

মাইক্রোসফটের ভুল ধরিয়ে দিয়ে ২৫ লাখ টাকা পেলেন ভারতের অদিতি সিং। মাস দুয়েক আগে ফেসবুকের একটি ভুল ধরিয়ে দিয়ে এমনই মোটা অঙ্কের পুরস্কার পেয়েছিলেন অদিতি।

এবার মাইক্রোসফটের Azure cloud system-এর বেশকিছু ভুল ধরিয়ে এবং তার সমাধান সূত্র কোম্পানিকে জানিয়ে ৩০ হাজার ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ টাকার বেশি পুরস্কার পেলেন অদিতি সিং।

অদিতি সিং একজন এথিকাল হ্যাকার। দুই বছর ধরে এটিকে পেশায় পরিণত করেছেন তিনি। তিনি প্রথম হ্যাক করেছিলেন তার প্রতিবেশীর ওয়াইফাই পাসওয়ার্ড। এরপরই একের পর এক হ্যাক করার বিষয়ে ক্রমশ পন্ডিত হয়ে ওঠেন।

ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে নিতে তিনি ৪০টি কোম্পানির ভুল খুঁজে তাদের জানিয়েছিলেন। ৪০টি কোম্পানির মধ্যে রয়েছে ফেসবুক, টিকটক, মাইক্রোসফট, মজিলা, পেটিএমসহ আরও অনেকে। তথ্যসূত্র : ইন্ডিয়া টুডে

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর