জীবনে যদি সঠিক কাজ কর, তাহলে একটাই যথেষ্ট : শ্রাবন্তী

আপডেট: July 1, 2021 |
print news

‘তুমি একবারই জীবন পাবে, সেই জীবনে যদি সঠিক কাজ কর, তাহলে একটাই যথেষ্ট!’ ইনস্টাগ্রামে একটি সানগ্লাস পরা ছবি দিয়ে একথগুলোই লিখেছেন শ্রাবন্তী। এ পোস্ট দেখে নিন্দুকেরা এরই মধ্যেই শোরগোল শুরু করে দিয়েছেন।

শ্রাবন্তী ঠিক কাকে ইঙ্গিত করে একথা বলেছেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে নেটাপাড়ায়। অনেকে মনে করছেন শ্রাবন্তী হয়তো রোশনের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ এবং নতুন প্রেমের পথে পা বাড়ানোকেই সঠিক বলে বিবেচনা করছেন। আর তাঁর এই জীবন দর্শন এরই ইঙ্গিত!

আগের দুটি বিয়ে ভাঙার পর তৃতীয় বিয়েতে শ্রাবন্তী সুখের সংসার গড়বেন, এমনটাই ভেবেছিলেন তাঁর ভক্তরা। তবে বিয়ের বছর ঘুরতেই শুরু ভাঙার গুঞ্জন। হঠাৎই সম্পর্কে ভাঙন দেখা যায় শ্রাবন্তী-রোশনের।

আলাদা থাকতেও শুরু করেন দু’জনে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীকে নিয়ে শুরু হয় নানা কুমন্তব্য। তবে সব পেছনে ফেলে এখন তো শ্রাবন্তী নতুন প্রেমে মত্ত! সূত্র: সংবাদ প্রতিদিন।

বৈশাখী নিউজ/ জেপা 

Share Now

এই বিভাগের আরও খবর