বিনা কারণে বাইরে যাওয়ায় গ্রেফতার ৫৫০

সময়: 10:15 pm - July 1, 2021 | | পঠিত হয়েছে: 2 বার

চলমান লকডাউন অমান্য করে অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ার অভিযোগে বৃহস্পতিবার (১ জুলাই) লকডাউনের প্রথমদিন রাজধানীতে পুলিশের ৮টি বিভাগ অভিযান পরিচালনা করে ৫৫০ জনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের আটটি বিভাগের ৫১টি থানা এলাকায় বিভিন্ন অভিযান পরিচালনা করে ৫৫০ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ২১২ জনকে জরিমানা করা হয়। মুচলেকা দিয়ে ৩৯১ জনকে ছেড়ে দেওয়া হয়।

ট্রাফিক বিভাগের অভিযানে ৮টি বিভাগে ২৭৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়। জরিমানা করা হয় ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা। এসময় ৭৭টি গাড়িকে রেকারিং করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে যারা যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা 

Share Now

এই বিভাগের আরও খবর