করোনার নতুন প্রজাতির হাত থেকে বাঁচতে যে উদ্যোগ নিচ্ছে ব্রিটেন

আপডেট: July 2, 2021 |

করোনাভাইরাসের তাণ্ডবে ভেঙে পড়েছে গোটা বিশ্বের চিকিৎসা ব্যবস্থা। এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে টিকা আবিষ্কার হলেও পরিস্থিতির তেমন উন্নতি দেখা যাচ্ছে না। দমন করা যায়নি প্রাণঘাতী করোনাকে। কেননা, ভাইরাসটি বারবার চরিত্র বদল করে ফিরে আসছে নতুন রূপে।

এমতাবস্থায় নতুন উদ্যোগ নিতে যাচ্ছে ব্রিটেন। করোনার নতুন প্রজাতিগুলোর থেকে দেশবাসীকে সুরক্ষিত রাখার জন্য সেপ্টেম্বর থেকে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা শুরু করেছে দেশটি। সে দেশের সংবাদমাধ্যম অনুযায়ী, সরকারি সিদ্ধান্ত না হলেও টিকা বিশেষজ্ঞদের পরামর্শ মেনে এ বিষয়ে প্রস্তুতি শুরু করেছেন স্বাস্থ্যকর্তারা।

বিশেষজ্ঞদের মতে, সেপ্টেম্বরে শীতের আগে ব্রিটেনের তিন কোটিরও বেশি মানুষকে বুস্টার ডোজ দেওয়া প্রয়োজন।

বিবিসি জানিয়েছে, কোভিডের দু’টি টিকাপ্রাপ্তদের বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে পরিকল্পনা শুরু করতে সবুজ সঙ্কেত দিয়েছে ন্যাশনাল হেল্থ সার্ভিস (এনএইচএস)।

ব্রিটেনের হেল্থ অ্যান্ড সোশ্যাল কেয়ার মন্ত্রী সাজিদ জাভিদ জানিয়েছেন, এনএইচএস’র সঙ্গে যৌথভাবে এই পরিকল্পনা রূপায়ণে যুক্ত হয়েছেন মন্ত্রীরা। তার কথায়, “কোভিডের টিকাকরণের মাধ্যমে দেশবাসীকে ‘স্বাধীনতা’ দেওয়াই আমাদের লক্ষ্য। বুস্টার ডোজের মাধ্যমে সে ‘স্বাধীনতা’ সুরক্ষিত হবে।”

করোনা রুখতে টিকাকরণ কর্মসূচি অত্যন্ত সফল বলে দাবি করেছে ব্রিটেন। টিকাকরণ বিষয়ক মন্ত্রী নাদিম জাহায়ির দাবি, “দেশটির ৮৫ শতাংশ প্রাপ্তবয়স্ককে প্রথম টিকা ও ৬২ শতাংশের দু’টি টিকাই নেওয়া হয়ে গিয়েছে। ভবিষ্যতে যাতে নতুন প্রজাতি-সহ ফ্লু’র হাত থেকে তাদের রক্ষা করা যায়, শীতের আগে সে পরিকল্পনাই চলছে।”

তবে টিকাকরণ ‘সফল’ হলেও শীতের আগেই ফ্লু-সহ করোনার নিত্যনতুন প্রজাতির আক্রমণের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে বুস্টার ডোজের প্রয়োজন বলে পরামর্শ ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন নিয়ে গঠিত যৌথ কমিটি (জেসিভিআই)-এর। তাদের মতে, ২টি পর্বে এই টিকাকরণ করা উচিত। প্রথম পর্বে স্বাস্থ্য, সোশ্যাল কেয়ার কর্মী, স্বাস্থ্যগতভাবে অসুরক্ষিত, কম প্রতিরোধক্ষমতা সম্পন্ন ও সমস্ত সত্তরোর্ধ্বদের টিকা দেওয়া উচিত। দ্বিতীয় পর্বে ৫০ বা তার বেশি বয়সি, যাদের সংক্রমণের ঝুঁকি রয়েছে, তাদের বুস্টার ডোজ প্রয়োজন।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ব্রিটেনে ৪.৪৭ কোটির প্রথম ডোজ ও ৩.২৮ কোটির দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গিয়েছে। তা সত্ত্বেও বুধবার সেদেশে ২৬ হাজারের বেশি নতুন সংক্রমণ ধরা পড়েছে, যা ২৯ জানুয়ারির পর থেকে সর্বোচ্চ। এই আবহে বুস্টার ডোজ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর